দেশের আকাশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। এর প্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়।
সভায় জানানো হয়, দেশের কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাসের গণনা শুরু হবে।
সভায় আরও জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, ওয়াকফ প্রশাসনের প্রশাসক ফখরুল ইসলাম এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
শবে বরাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রজনী হিসেবে বিবেচিত। এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন। মুসলমানরা শবে বরাত উপলক্ষে ইবাদত-বন্দেগিতে রত থাকেন, নফল নামাজ আদায় করেন, কোরআন তিলাওয়াত করেন এবং বিশেষভাবে দোয়া-মোনাজাতে অংশ নেন। অনেক এলাকায় এই রাতে কবর জিয়ারত, দান-সদকা ও হালুয়া-রুটির আয়োজনের প্রথাও রয়েছে।
Leave a Reply