কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএনপির দেশের সর্ববৃহৎ জাতীয়বাদী অনলাইন সংগঠন ভূরুঙ্গামারীতে জিয়া সাইবার ফোর্স এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ ২০২৫ ইং বুধবার জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা আজ বিকাল ৪:০০ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলার হলরুমে আয়োজন করা হয়।
এসময় উপস্থিত বক্তারা বলেন,
বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করেছে তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে মিডিয়ার কণ্ঠ লেখুনি বন্ধ করে রেখেছিল। মিডিয়া যখন কোনো কিছু লিখতে পারিনি, তখন জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে জাতির কাছে তুলে ধরা হয়েছে। কোনো কিছু প্রত্যাশা না করে আপনারা এগিয়ে যান। আপনারা দলের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। বিএনপি আপনাদের জন্য দীর্ঘ পথে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ভূরুঙ্গামারীতে জিয়া সাইবার ফোর্স এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে কেক কেটে এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে সংগঠনের ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা সংগঠনের সদস্যদের একতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা ও দোয়া মাহফিল এ উপলক্ষে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জানাব, আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা (সাবেক সভাপতি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি) বিশেষ অতিথি উপজেলা বিএনপির সকল সদস্যবৃন্দ।
সভাপতিত্ব করেন জনাব মোঃ ওমর ফারুক, সভাপতি জিয়া সাইবার ফোর্স ভূরুঙ্গামারী উপজেলা। সঞ্চালায় জনাব মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক জিয়া সাইবার ফোর্স ভূরুঙ্গামারী উপজেলা শাখা।