দুপুর ১২টায় আত্রাই উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম। পরে তার নেতৃত্বে এক বিশাল ও সুশৃঙ্খল র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালি শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস. এম. রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুজ্জামান সাগর, সহসাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, এবং কৃষক দলের সাধারণ সম্পাদক কে. এম. আয়ূব আলী।
বক্তারা বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে তরুণ প্রজন্মকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে যুবদল।”
অনুষ্ঠানে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।