হরিয়াল অহংকারী পাখি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা কুমিল্লার উজ্জল ইতিহাস রচনা করলেন হিমালয়ের তিন ট্রেইল সাইকেলে অতিক্রম করে শ্রীবরদীতে মহিলা দলের উঠান বৈঠক ও হুইলচেয়ার বিতরণ গুরুতর রোগীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ, কঠোর স্বাস্থ্য যাচাই চালু গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন জুলাই হত্যা মামলার রায় ১৩ নভেম্বর, সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা — জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

হরিয়াল অহংকারী পাখি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে
হরিয়াল অহংকারী পাখি,: হরিয়াল পাখি, Yellow Footed Green Pigeon, Phoenicoptera, ফলাহারী পাখি, বনজঙ্গলের পাখি, পায়রার মতো পাখি, সবুজাভ হলুদ রঙ, প্রজনন সমস্যা, বাসা বানানোর দক্ষতা, বন উজাড়, ফলবতী গাছ, অস্তিত্ব সংকট, পাখির ডাক, প্রকৃতি সংরক্ষণ, সচেতনতা

পায়রার মতো দেখতে হলেও স্বভাব-চরিত্রে কিছুটা ভিন্ন হরিয়াল পাখি। গঠনগত দিক থেকে চোখ, ঠোঁট ও পায়ের আকৃতি পায়রার মতো হলেও এই পাখিদের আচরণে থাকে এক ধরনের আত্মগরিমা। মাটিতে না নামার অভ্যাসের জন্য অনেকেই একে “অহংকারী” পাখি বলে থাকেন।

প্রকৃতি ও খাদ্যাভ্যাস

ইংরেজিতে Yellow Footed Green Pigeon নামে পরিচিত হরিয়ালের বৈজ্ঞানিক নাম Phoenicoptera। এরা সাধারণত ফলাহারী পাখি, ধান-গম জাতীয় শস্যে আগ্রহ দেখায় না। পাকা ফল তাদের প্রধান খাবার। দলবদ্ধ হয়ে গাছে বসে দ্রুত ফল খেয়ে ফেলে।

পায়রারা গৃহপালিত হলেও হরিয়ালদের দেখা মেলে বন-জঙ্গলের নিরিবিলি পরিবেশে। সবুজাভ হলুদ রঙের পালকের জন্য সহজেই গাছের পাতার সঙ্গে মিশে যেতে পারে তারা। গড় আয়তনে পায়রার মতো হলেও কিছু হরিয়ালের গায়ে লালচে খয়েরি আভাও দেখা যায়।

চাঁদে বসতে চলেছে ৪জি নেটওয়ার্ক

প্রজনন ও অস্তিত্ব সংকট

হরিয়ালের বাসা বানানোর দক্ষতা তুলনামূলক কম। খড়কুটো দিয়ে তৈরি বাসায় ফাঁকফোকর বেশি থাকায় অনেক ডিম নিচে পড়ে নষ্ট হয়ে যায়। ডিম ফুটে বাচ্চা বের হলে মা হরিয়াল তাদের ফল খাইয়ে বড় করে। বিপদ থেকে বাঁচাতে কচি পাতা দিয়ে বাচ্চাদের আড়াল করে রাখে।

এই পাখির ডাক পায়রার মতো নয়, বরং এরা একধরনের শিসের মতো শব্দ করে—”কুই… কুউ…উ…”। কিন্তু দুঃখজনকভাবে, বন উজাড় ও ফলবতী গাছের সংখ্যা কমে যাওয়ায় হরিয়ালের অস্তিত্বও হুমকির মুখে পড়ছে। এ সুন্দর পাখিদের রক্ষা করতে প্রয়োজন সচেতনতা ও প্রকৃতির প্রতি যত্নশীল মনোভাব।

ফেসবুক পেজ: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT