গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হয়েছেন এক নারী। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু হলেও সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তায় চলার সময় খোলা ম্যানহোলটি চোখে না পড়ে পড়ে যান ওই নারী। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু কোনো সাড়া না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, সোমবার সকাল ৭টা থেকে পুরোদমে উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে সকাল ১০টা পর্যন্ত ম্যানহোলের ভেতর নিখোঁজ নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, “ম্যানহোলটির গভীরতা প্রায় দশ ফুট, আর দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পুরোপুরি ভর্তি ছিল। এতে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে গেছে।”
এদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে এখন পর্যন্ত নিখোঁজ নারীর নাম বা পরিচয় কেউ নিশ্চিত করতে পারেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঢাকনাবিহীন ম্যানহোলের মতো প্রাণঘাতী ঝুঁকি থাকা অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বর্ষায় এমন খোলা ম্যানহোল রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।