নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে উত্তেজনা: আখাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত ভারতের গৃহীত সিদ্ধান্তের জবাবে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের বেরোবিতে অনুষ্ঠিত হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আধুনিক কৃষি: টেকসই কৃষি পদ্ধতিতে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ সালাতুল ইস্তিসকার আয়োজন করলে চাপ আসত ভারত থেকে যেকোনো মুহূর্তে ভারতের হামলার আশঙ্কা, প্রস্তুত পাকিস্তান দাবানলে জ্বলছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের পথ মৃত্যুর মুখে শৈশবের শিক্ষা: ‘কালেমা’ পাঠে বাঁচলেন অধ্যাপক ও পরিবার নির্বাচনের প্রস্তুতিতে ইসি, কারো দিকে তাকিয়ে নয়: সিইসি ঐক্যের পথে শীর্ষ ইসলামী দলগুলো

২৩৬ রান করে কি বাংলাদেশের জয়ের আশা টিকে থাকবে?

অনলাইন ডেস্ক।
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে
বাংলাদেশের জয়ের আশা,নাজমুল হোসেন শান্ত, সেঞ্চুরি, ব্যাটিং লাইনআপ, ২৩৬ রান, তানজিদ হাসান, মাইকেল ব্রেসওয়েল, রান আউট, বাংলাদেশ ক্রিকেট, ইনিংস গড়া, জাকের আলি, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, ব্রেসওয়েল বোলিং, ক্রিকেট স্কোর, ৫০ ওভার, বাংলাদেশের ব্যাটিং, ৪ উইকেট, রান বাড়ানো, তাসকিন আহমেদ, বিপর্যয়, ক্রিকেট ম্যাচ

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেননি, তবে দলের ইনিংস গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যাটিং লাইনআপের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন, যদিও বাংলাদেশ ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৩৬ রানেই থেমেছে।

ওপেনার হিসেবে নেমে শান্ত শুরুটা ভালোই করেছিলেন। তানজিদ হাসানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। তবে নবম ওভারে ব্রেসওয়েলের বলে ২৪ রান করে তানজিদ ফিরলে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর একে একে ব্যর্থ হন তাওহিদ হৃদয় (৭), মুশফিকুর রহিম (২) ও মাহমুদউল্লাহ (৪)। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক-মাহমুদউল্লাহর সম্মিলিত রান মাত্র ৬!

মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়ে বাংলাদেশ। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তবে শান্ত ও জাকের আলির ৬৭ বলে ৪৫ রানের জুটি কিছুটা স্বস্তি দেয় দলকে। শান্ত ১১০ বলে ৭৭ রান করে আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর রিশাদ হোসেন (২৬) কিছুটা লড়াই করলেও শেষ দিকে জাকের (৪৫) একপ্রান্ত ধরে রাখলেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

শেষ ওভারে রান তোলার চেষ্টায় রান আউট হন জাকের, যার ফলে ২৫০ রানের আশাও ফিকে হয়ে যায়। তাসকিন আহমেদ শেষদিকে রান বাড়ানোর চেষ্টা করলেও তাতে খুব একটা সফল হয়নি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (নাজমুল ৭৭, জাকের ৪৫, রিশাদ ২৬, তানজিদ ২৪, মিরাজ ১৩; ব্রেসওয়েল ৪/২৬, ও’রুর্কি ২/৪৮, জেমিসন ১/৪৮)।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT