নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেননি, তবে দলের ইনিংস গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যাটিং লাইনআপের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন, যদিও বাংলাদেশ ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৩৬ রানেই থেমেছে।
ওপেনার হিসেবে নেমে শান্ত শুরুটা ভালোই করেছিলেন। তানজিদ হাসানের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। তবে নবম ওভারে ব্রেসওয়েলের বলে ২৪ রান করে তানজিদ ফিরলে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর একে একে ব্যর্থ হন তাওহিদ হৃদয় (৭), মুশফিকুর রহিম (২) ও মাহমুদউল্লাহ (৪)। অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিক-মাহমুদউল্লাহর সম্মিলিত রান মাত্র ৬!
মাইকেল ব্রেসওয়েলের দুর্দান্ত বোলিংয়ে ধসে পড়ে বাংলাদেশ। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। তবে শান্ত ও জাকের আলির ৬৭ বলে ৪৫ রানের জুটি কিছুটা স্বস্তি দেয় দলকে। শান্ত ১১০ বলে ৭৭ রান করে আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর রিশাদ হোসেন (২৬) কিছুটা লড়াই করলেও শেষ দিকে জাকের (৪৫) একপ্রান্ত ধরে রাখলেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি।
শেষ ওভারে রান তোলার চেষ্টায় রান আউট হন জাকের, যার ফলে ২৫০ রানের আশাও ফিকে হয়ে যায়। তাসকিন আহমেদ শেষদিকে রান বাড়ানোর চেষ্টা করলেও তাতে খুব একটা সফল হয়নি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (নাজমুল ৭৭, জাকের ৪৫, রিশাদ ২৬, তানজিদ ২৪, মিরাজ ১৩; ব্রেসওয়েল ৪/২৬, ও’রুর্কি ২/৪৮, জেমিসন ১/৪৮)।