ওয়াসার পানিতে পোকা, দুর্ভোগে রাজধানীবাসী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা কুমিল্লার উজ্জল ইতিহাস রচনা করলেন হিমালয়ের তিন ট্রেইল সাইকেলে অতিক্রম করে শ্রীবরদীতে মহিলা দলের উঠান বৈঠক ও হুইলচেয়ার বিতরণ গুরুতর রোগীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ, কঠোর স্বাস্থ্য যাচাই চালু গোয়ালন্দ মোড়ে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইবিতে মানববন্ধন জুলাই হত্যা মামলার রায় ১৩ নভেম্বর, সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা — জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

ওয়াসার পানিতে পোকা, দুর্ভোগে রাজধানীবাসী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে পোকা পাওয়া যাচ্ছে—এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। কল্যাণপুর, খিলগাঁও, মুগদা, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, বাসাবো, ও মানিকনগরসহ বহু এলাকার বাসিন্দারা বলছেন, পানিতে লালচে ও কালো রঙের ছোট ছোট পোকা, এমনকি কেঁচো ও লার্ভার মতো কীট পাওয়া যাচ্ছে। এই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিনিয়ত অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

কল্যাণপুরের বাসিন্দা কাকলী খান বলেন, “শাওয়ার ছাড়তেই দেখি পানির সঙ্গে পোকা এসে গায়ে পড়ে। খুবই বিব্রতকর ও অস্বাস্থ্যকর বিষয়।” খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ১৫-২০ দিন ধরে পানির সঙ্গে লাল কেঁচো ও সাদা লার্ভা আসছে।

এ নিয়ে অনেকেই ঢাকা ওয়াসার হটলাইন ও অফিসে অভিযোগ করলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না। ওয়াসা সাধারণত ট্যাংক পরিষ্কারের পরামর্শ দিয়ে দায়সারা জবাব দিচ্ছে। অথচ অনেক বাসিন্দাই ট্যাংক পরিষ্কার করানোর পরও সমস্যার সমাধান পাননি।

মুগদার কেয়া আক্তার ফেসবুকে লেখেন, “পানির ভেতর ছোট ছোট লাল পোকা, যেন কেঁচোর বাচ্চা। কী ভোগান্তি পোহাতে হচ্ছে!”

ঢাকা ওয়াসার কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা ট্যাংকের ভেতর থেকেই হচ্ছে। তবে তাঁরা এটাও স্বীকার করেছেন যে সায়েদাবাদ পানি শোধনাগার থেকে সরবরাহ করা পানিতেই এমন সমস্যা বেশি দেখা যাচ্ছে, এবং বিষয়টি তদন্তাধীন।

রাজধানীর নানা এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, এই পানি দৈনন্দিন ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠছে। অনেকে এখন বিকল্প হিসেবে বাজার থেকে পানি কিনে খাচ্ছেন। এই সংকটের দ্রুত সমাধান চেয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT