রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহকৃত পানিতে পোকা পাওয়া যাচ্ছে—এমন অভিযোগ ক্রমেই বাড়ছে। কল্যাণপুর, খিলগাঁও, মুগদা, তেজগাঁও, মালিবাগ, মধুবাগ, বাসাবো, ও মানিকনগরসহ বহু এলাকার বাসিন্দারা বলছেন, পানিতে লালচে ও কালো রঙের ছোট ছোট পোকা, এমনকি কেঁচো ও লার্ভার মতো কীট পাওয়া যাচ্ছে। এই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিনিয়ত অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
কল্যাণপুরের বাসিন্দা কাকলী খান বলেন, “শাওয়ার ছাড়তেই দেখি পানির সঙ্গে পোকা এসে গায়ে পড়ে। খুবই বিব্রতকর ও অস্বাস্থ্যকর বিষয়।” খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ১৫-২০ দিন ধরে পানির সঙ্গে লাল কেঁচো ও সাদা লার্ভা আসছে।
এ নিয়ে অনেকেই ঢাকা ওয়াসার হটলাইন ও অফিসে অভিযোগ করলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না। ওয়াসা সাধারণত ট্যাংক পরিষ্কারের পরামর্শ দিয়ে দায়সারা জবাব দিচ্ছে। অথচ অনেক বাসিন্দাই ট্যাংক পরিষ্কার করানোর পরও সমস্যার সমাধান পাননি।
মুগদার কেয়া আক্তার ফেসবুকে লেখেন, “পানির ভেতর ছোট ছোট লাল পোকা, যেন কেঁচোর বাচ্চা। কী ভোগান্তি পোহাতে হচ্ছে!”
ঢাকা ওয়াসার কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা ট্যাংকের ভেতর থেকেই হচ্ছে। তবে তাঁরা এটাও স্বীকার করেছেন যে সায়েদাবাদ পানি শোধনাগার থেকে সরবরাহ করা পানিতেই এমন সমস্যা বেশি দেখা যাচ্ছে, এবং বিষয়টি তদন্তাধীন।
রাজধানীর নানা এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন, এই পানি দৈনন্দিন ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠছে। অনেকে এখন বিকল্প হিসেবে বাজার থেকে পানি কিনে খাচ্ছেন। এই সংকটের দ্রুত সমাধান চেয়েছেন ভুক্তভোগীরা।