শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে ভিজিএফের চাল নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সদর উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফ চাল বিক্রির টাকা ভাগাভাগির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
এ ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। ৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে সূর্যদি বাজারে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেমের যোগসাজশে দুঃস্থ ও অসহায়দের বরাদ্দকৃত সরকারি ভিজিএফ চাল আংশিক বিতরণ করা হয়। বাকি চাল কালোবাজারে বিক্রি করে ভাগাভাগি করে নেওয়া হয় টাকা।
ঘটনার দিন ওই টাকা নেওয়ার সময়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা শহরে টক অব দ্য টাউনে পরিণত হয় বিষয়টি।
এ নিয়ে অভিযুক্ত ট্যাগ অফিসার মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “ইউএনও স্যার যেভাবে নির্ধারণ করেন, আমরা সেভাবেই চাল বিতরণ করি। ভিডিওতে যেটা দেখানো হচ্ছে, তা আমি না।”
অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে খাদেমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অসুস্থ জানিয়ে সাংবাদিকদের ফোন কেটে দেন।
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, “এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী বলছে — গরিবের হক মেরে যারা টাকা ভাগ করে খায়, তাদের কঠিন শাস্তি চাই। বিচার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।