ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

ভ্যানচালকদের মাঝে ইবি জিয়া পরিষদের রেইনকোট বিতরণ

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষ্যে এবং তাঁর সুস্থতা কামনায় জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়। এতে ১৫০ জন ভ্যানচালকদের দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আলীনূর রহমান, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনূর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি এস্টেট অফিস প্রধান মোহা. আলাউদ্দিন, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি মো. আব্দুল মঈদ বাবুল এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাহেদ আহম্মেদ।

বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ভালো কাজগুলো অব্যাহত থাকুক।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত দেশ বর্তমানে অনেকটাই নিরাপদ। দেশকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯দফায় উল্লেখ আছে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়ার জন্য রেইনকোট বিতরণ যথেষ্ট নয়। মেহনতি মানুষ সহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে হবে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার সেবায় অংশ নিতে হবে।’

প্রধান অতিথির অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘দলের চেয়ে দেশ বড় যদি হয়, আমাদের রাজনীতি-চিন্তাভাবনা-কর্ম সব কিছুই জনগণের উদ্দেশ্যে হবে। মানুষের জন্য যদি আমরা রাজনীতি এবং কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, সেখানেই আমাদের সফলতা। তাহলেই সুখী-সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো; যে বাংলাদেশ ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ এই প্রত্যয়ের সাথে যুক্ত।’

উপাচার্য বলেন, ‘জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা করেন, তাদের আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পড়তে হবে। তাহলে ব্যক্তিগত লোভ-লালসা-পাওয়ার আকাঙ্খা থাকবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপস্থিত রেখে জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ড চলতে পারবে না, মানুষের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। মহান আল্লাহ তায়ালার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বেগম খালেদা জিয়া আগামী দিনে দেশ পরিচালনা করবেন, আরও দীর্ঘ দিন জনগণকে নেতৃত্ব দিবেন।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT