টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও গাজীপুর সিটি করপোরেশনের একটি উদ্ধারকারী দল।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত রোববার রাতে ফারিয়া হোসেন মার্কেট এলাকায় খোলা একটি ম্যানহোলে পড়ে যান। সেই ড্রেনের পানি প্রবাহিত হয়ে গিয়ে পড়ে শালিকচূড়া বিলে। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতের কারণে তিনি দূরত্বে ভেসে গিয়ে সেখানে আটকে পড়েন। মঙ্গলবার সকালে সেখানে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারিয়া তাসনিম চুয়াডাঙ্গা সদর উপজেলার বাগানপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন ওষুধ সরবরাহের কাজে তিনি টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে এসেছিলেন।
ফারিয়ার বড় ভাই মো. শোভন জানান, বোনের মোবাইল বন্ধ পাওয়ার পর থেকে আমরা তাকে খুঁজতে থাকি। পরে ঘটনাস্থলে এসে তার এক জোড়া জুতা দেখে নিশ্চিত হই, সে এখানেই দুর্ঘটনার শিকার হয়েছে। এরপর থেকেই ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সিটি করপোরেশন ও বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি ম্যানহোল খোলা অবস্থায় ছিল। সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা ঢাকনা ছিল না। অথচ এটি ছিল ব্যস্ত সড়কের পাশে। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফারিয়ার মতো একজন কর্মজীবী নারীকে প্রাণ দিতে হলো।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।