
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তিনি ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন রাজনৈতিক কারণে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এ কারণে তিনি নতুন পাসপোর্ট পাননি। গত বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পাসপোর্ট নবায়নের সুযোগ তৈরি হলেও তিনি সে সময় আবেদন করেননি।
বর্তমান আইনি ও প্রশাসনিক বাস্তবতায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে তাকে ট্রাভেল পাস গ্রহণ করতে হচ্ছে।
এ বিষয়ে গত মাসে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো ধরনের বিধিনিষেধ নেই এবং চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব।
এদিকে বিএনপি সূত্র ও দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তারেক রহমানের।
এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদমাধ্যমকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।