কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের হেলিপ্যাড এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুর ইসলাম (৩৫) নামের এক যুবক। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। নুর ইসলাম মৃত ছোরাপ ব্যাপারীর ছেলে।
নুর ইসলামের ছেলে জানান, তিনি ঘুম থেকে উঠে বাবাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দড়ি কেটে বাবাকে নিচে নামানো হয়। তিনি আরও জানান, বাবাকে সেভাবে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারে সহযোগিতা করতে তার ১২ বছর বয়সী ছেলে পাটেশ্বরী বাজারে একটি চায়ের দোকানে কাজ করতেন।
ছেলের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁসের স্পষ্ট দাগ ছিল।
এ বিষয়ে পুলিশ হাসপাতাল গিয়ে প্রাথমিক তদন্ত করে। পারিবারিক কলহ কিংবা ঋণের কারণে আত্মহত্যার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে, স্ত্রী জানান, তিনি ঘটনার সময় তালিম (ধর্মীয় শিক্ষা) ক্লাসে ছিলেন। খবর পেয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কোনো পারিবারিক সমস্যা ছিল না বলেও জানান তিনি। তার ভাষায়, “তিনি (স্বামী) খুব ভালো মানুষ ছিলেন, তবে যা মনে চাইত, তাই করতেন।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা হবে।”