স্বপ্রণোদিত হয়ে রেলওয়ের ভাড়া পরিশোধ করলেন দুই শিক্ষার্থী- দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সাকিব ঝড়ে প্রথম জয়ের আনন্দ মায়ামি ব্লেজের ইউরোপীয় তিন দেশকে হুমকি-চাপের পুরনো কৌশল ত্যাগের আহ্বান ইরানের এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারে একমত হামাস–ইসরায়েল প্রবল প্রতিবাদের মুখেও শেষপর্যন্ত ঢাকায় চালু হলো জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস চট্টগ্রাম সমিতি, ঢাকা আয়োজিত জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘তুমি কে আমি কে, জঙ্গী জঙ্গী; কে বলেছে কে বলেছে, স্বৈরাচারের সঙ্গী’ স্লোগানে প্রকম্পিত বাইতুল মোকাররম জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে প্রতীকী ম্যারাথনে যুব উপদেষ্টার অঙ্গীকার বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ পিনাকীর আবেগঘন বার্তা – হাটহাজারীর ছাত্ররাই বিপ্লবের রক্ষক

স্বপ্রণোদিত হয়ে ১৬০০ টাকা রেলওয়ের ভাড়া পরিশোধ করলেন দুই শিক্ষার্থী

হোসাইন রাজিব
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে
রেলওয়ের ভাড়া পরিশোধ,রংপুর, শিক্ষার্থী, ট্রেন, বিনা টিকিট, রেলওয়ে স্টেশন, শংকর গাঙ্গুলি, নৈতিক দায়িত্ববোধ, রশিদ, সতর্কতা, যুব সমাজ, টিকিট, রেল ভ্রমণ, সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ, যুব সমাজের দৃষ্টান্ত, রেলওয়ে কর্তৃপক্ষ, তরুণদের আচরণ, দেশ উন্নতি

রংপুর, ৫ মার্চ ২০২৫: রংপুর রেলওয়ে স্টেশনে আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই তরুণ শিক্ষার্থী। ভুলবশত বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করলেও পরে অনুশোচিত হয়ে স্বপ্রণোদিতভাবে ১৬০০ টাকা ভাড়া পরিশোধ করেছেন তারা।

জানা গেছে, মারুফ ও হুমায়ুন নামের ওই দুই শিক্ষার্থী রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। অসাবধানতাবশত তারা বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন, তবে বিষয়টি উপলব্ধি করার পর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট শংকর গাঙ্গুলীর কাছে নির্ধারিত ভাড়া পরিশোধ করে রশিদ গ্রহণ করেন।

তাদের এই সচেতনতা এবং নৈতিক দায়িত্ববোধ প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক শিক্ষার্থী বলেন, আমরা বুঝতে পেরেছিলাম, এটি আমাদের ভুল হয়েছে। তাই নিজেরাই এসে ট্রেন ভাড়ার টাকা পরিশোধ করেছি।

রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এই ইতিবাচক দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে সকল যাত্রীকে টিকিট কেটে বৈধ উপায়ে রেল ভ্রমণের আহ্বান জানিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের সতর্কতা ও দায়িত্বশীলতা যুব সমাজের জন্য একটি আদর্শ। তারা বলেন, তরুণরা যদি সঠিক শিক্ষার সাথে নৈতিক মূল্যবোধ ধারণ করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এমন একটি দৃষ্টান্ত ভবিষ্যতে আরও অনেকের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে।

তারা আশা করছেন, এই ধরনের উদ্যোগ সমাজের প্রতি আরও সচেতনতা এবং দায়িত্ববোধ বৃদ্ধি করবে, যা দেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলওয়ে কর্তৃপক্ষ তরুণদের এই আচরণকে একটি ইতিবাচক ভূমিকা হিসেবে বিবেচনা করছে

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT