ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় রেললাইন অবরোধ করে আন্দোলনে নামেন তারা। এতে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসসহ মোট তিনটি ট্রেন রাজশাহীতে প্রবেশ করতে না পেরে আটকে পড়ে এবং সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে রেললাইনে আগুন জ্বালিয়ে অবস্থান নেন এবং সড়কের একাংশও অবরোধ করেন। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই অবরোধ চলতে থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষা খাতে দীর্ঘদিনের অনিয়ম, বৈষম্য ও দুর্বল নীতিমালার কারণে মেধাবী শিক্ষার্থীরা উপেক্ষিত হচ্ছে এবং দক্ষ জনবল তৈরিতে সংকট তৈরি হচ্ছে। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
শেষ পর্যন্ত যৌথ বাহিনীর হস্তক্ষেপে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে এবং আটকে থাকা অন্য ট্রেনগুলো রাজশাহীতে প্রবেশ করে।
রাজশাহী রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল জানান, অবরোধের কারণে ধূমকেতু এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস যথাসময়ে রাজশাহীতে পৌঁছাতে পারেনি। তবে অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।