শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১১ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে ১শ পিস ভারতীয় শাড়ি, ১ লাখ ২ হাজার পিস জিলেট ব্লেড, ২৫৮ পিস জনসন বেবি শ্যাম্পু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। তবে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী হাসান জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।