শ্রীলংকা টেস্টে শান্ত-মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ নিউইয়র্কের তরুণ মুসলিম মেয়র জোহরান মামদানি: এক বছরে অচেনা মুখ থেকে বৈশ্বিক প্রভাবের কেন্দ্রে

শ্রীলংকা টেস্টে শান্ত-মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
দুই সেঞ্চুরিয়ানের কাঁধে ভর করে শ্রীলংকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ, ছবি: এপি
দুই সেঞ্চুরিয়ানের কাঁধে ভর করে শ্রীলংকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ, ছবি: এপি

গলে টেস্টের প্রথম দিনটি ছিল বাংলাদেশের ব্যাটিং দাপটের এক নিখুঁত উদাহরণ। শুরুতে কিছুটা সাফল্য পেলেও, পুরো দিন শেষে শ্রীলঙ্কাকে একপ্রকার কোণঠাসা করে রাখেন দুই উইকেট কিপার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। শান্ত ১৩৬* এবং মুশফিক ১০৫* রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। দুজনের মধ্যে ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচে বাংলাদেশ এখন ড্রাইভিং সিটে।

টস জিতে ব্যাটিং নেওয়া শান্ত শুরুতে একটু চাপে থাকলেও দ্রুত নিজেকে সামলে নেন। শুরুতেই তিন উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে। শান্ত আগ্রাসী মনোভাব নিয়ে থারিন্দু রত্নায়েককে শুরু থেকেই চাপে ফেলেন এবং তার ১৫টি বাউন্ডারির মধ্যে ১০টিই এসেছে এই প্রতিভাবান স্পিনারের বলে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মিলান রত্নায়েকে ছিলেন সবচেয়ে কৃপণ, তবে বাকি বোলাররা শান্ত-মুশফিক জুটির সামনে কার্যত অসহায় ছিলেন। থারিন্দু অভিষেক ম্যাচেই দুটি উইকেট পেলেও পরে বেশ চাপে পড়ে যান। অভিজ্ঞ প্রভাত জয়াসুরিয়া ও অন্যান্য বোলারদের ঘন ঘন রোটেশনেও কোনো প্রভাব ফেলতে পারেননি দুই অভিজ্ঞ টাইগার ব্যাটারকে।

টেস্ট শুরু হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী সংবর্ধনা দিয়ে। দিনের শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও, শেষটা ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণেই। ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখলে এই টেস্ট জেতা সম্ভব বলে আশাবাদী টাইগার ভক্তরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT