শিবচরে ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

শিবচরে ‘জয় বাংলা’ স্লোগানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

১২ আগষ্ট ২০২৫

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থকরা ওই রাতে লিফলেট বিতরণে বের হন। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে সুমনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা ও কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারীসহ আরও অনেকে।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT