শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাষ্ট্রীয় শোক ও ডিএমপি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকায় আতশবাজি-পটকা খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে মোদীর শোকবার্তা, সম্পর্ক উন্নয়নের আশাবাদ নির্বাচন সামনে রেখে পেছালো বিশ্ব ইজতেমা জামায়াত ভোটের পর জাতীয় সরকারের প্রস্তাবে আগ্রহী, ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি কঠোর, জরিমানা সর্বোচ্চ ২ হাজার টাকা ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে উচ্চ পর্যায়ের বৈশ্বিক প্রতিনিধি দল; ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ বহু দেশ ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় বিদায় নিলেন খালেদা জিয়া, সংসদ ভবন এলাকায় জনসমুদ্র খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউতে এক ব্যক্তির মৃত্যু খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারী তারেক রহমানকে সহমর্মিতা পাকিস্তানের স্পিকারের

শেরপুরে খাদ্য কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, শেরপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে
পরিবেশ অধিদপ্তর ও শেরপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা শহরের দুর্গানায়ায়ণপুর এলাকায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ‘শাহজাদা ফুড’ নামে একটি খাদ্য প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ জুন সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শেরপুর সদর থানার পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে ‘শাহজাদা ফুড’ কোনো পরিবেশগত ছাড়পত্র না নিয়ে অস্বাস্থ্যকর ও অস্বাভাবিক পরিবেশে চানাচুর, সেমাই, ভাজা বুটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এ সময় কারখানার ভেতরে খাদ্যপ্রস্তুত প্রক্রিয়ায় ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ মেলে। ব্যবহৃত কাঁচামাল ও উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও ঝুঁকিপূর্ণ।
অভিযানকালে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. শাকিলকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানায় উৎপাদিত বেশ কিছু অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, “জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT