শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

শেরপুর কারাগারে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি উদ্বোধন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৬ বার দেখা হয়েছে
বাসা বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা কারাগারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে কারাগার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর জেলখানার ভারপ্রাপ্ত জেলা সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তা করছে শেরপুর জেলা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার মো. আব্দুস সেলিম, ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা, সংস্থার সভাপতি আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আরমান খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন পাঠান।
ভারপ্রাপ্ত জেল সুপার শাকিল আহমেদ বলেন, “বন্দীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই কারাগারের ভেতরে-বাইরে সমান গুরুত্ব দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, বন্দীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতে কারাগারে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমও চালু রয়েছে।
এদিকে জেলার মো. আব্দুস সেলিম জানান, “সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে কারাগারের ভেতরে ও আশেপাশের এলাকায় মশার উৎপত্তিস্থল ধ্বংসসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু থেকে বন্দীদের রক্ষায় এই কার্যক্রম চলমান থাকবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT