শেরপুর সদর উপজেলা ও শেরপুর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। রবিবার (২৭ জুলাই) দুপুরে শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
১০১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বিএনপি কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলহাজ্ব হযরত আলীকে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম। একইসঙ্গে ১০১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপি কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) এবং সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ জাফর আলী।
সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন:
এস এম শহিদুল ইসলাম, মোঃ শফিউল আলম চাঁন, মোঃ আব্দুল হামিদ, এ এস এম রফিকুল আলম শিপন, মোঃ ছানুয়ার হোসেন ছানু, মোঃ আব্দুল মালেক, মোঃ সাইফুল ইসলাম শ্যামল ও মোসাম্মৎ পপি আখতার।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন:
আলহাজ্ব এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, মোঃ রেজাউল করিম রুমি, মোঃ এমাদাদুল হক মধু, মোঃ হাসানুর রেজা জিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ উমর ফারুক রাহাত, মোঃ আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম মিঠু, মোঃ সাদেক মিয়া, মোঃ রবিউল আলম সজিব ও মোঃ ফখরুল ইসলাম।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “সবার সঙ্গে আলোচনা করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। খুব শিগগির বাকি সাতটি ইউনিটের কমিটিও প্রকাশ করা হবে। আমরা রাজনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই, দুর্নীতি সহ্য করা হবে না।”
নবগঠিত পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেন, “দীর্ঘদিনের ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব পেয়েছি। দ্রুত ৯টি ওয়ার্ডে কমিটি গঠনে কাজ শুরু করব।”
উল্লেখ্য, গত ৯ জুলাই বিএনপির জেলা আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় সদরসহ ৯টি ইউনিটের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।