২২ জুলাই মঙ্গলবার শেরপুর শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, শিক্ষিকা মাহরিনসহ দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
এছাড়াও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, আবুল রায়হান রুপন, সাইফুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির অন্যতম সাইফুল ইসলাম স্বপন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা।
এছাড়াও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহফিলে অংশ নেন।
মাহফিল শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।