শেকৃবিতে এখনো ফ্যাসিবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার হয়নি: রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ: পাকিস্তান-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা বনাম ভারতের কৌশলগত দ্বন্দ্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ মার্কিন অস্ত্র কিনতে ইউক্রেনকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে ইউরোপীয় মিত্ররা গণঅভ্যুত্থানে প্রাণহানির সংখ্যা নিয়ে ধোঁয়াশা: সরকারের গেজেটে ৮৪৪, জাতিসংঘ বলছে ১৪০০ নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা-লক্ষ্মীপুরগামী মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজনের মৃত্যু গাজায় প্রতিদিন ২৮ শিশু নিহত, গাজা হয়ে উঠছে শিশুদের কবরস্থান: ইউনিসেফ শেকৃবিতে এখনো ফ্যাসিবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার হয়নি: রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বিইউপির মহিমা রহমানের ‘সুগার সাইকেল’ পেলো সেরা উদ্যোগের স্বীকৃতি রাজবাড়ীতে বিনপির বিজয় মিছিল ও সমাবেশ বালিয়াকান্দিতে বিএনপির আনন্দ র‍্যালি আত্রাইয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শেকৃবিতে এখনো ফ্যাসিবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের সুষ্ঠু বিচার হয়নি: রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা

ফাহিম ফয়সাল (শেকৃবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে
ছবি: ফাহিম ফয়সাল
ছবি: ফাহিম ফয়সাল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “জুলাই গণঅভ্যুত্থান ২৪” উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসাদুল্লাহ বলেন, “স্বাধীনতার এক বছর পেরিয়ে গেলেও আমরা এখনো কাঙ্ক্ষিত স্বপ্ন ও অর্জনের কাছাকাছি পৌঁছাতে পারিনি। ফ্যাসিবাদী শিক্ষকদের বিচার দৃশ্যমান হয়নি। এই বিচার সম্পন্ন করতে এবং আগামীর বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর বলেন, “ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি এলাকায়ভিত্তিক পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে। অনেক শিক্ষক সেজন্য এখনো বিচারের আওতায় আসেননি। আমরা দ্রুত তাদের সুষ্ঠু বিচার দেখতে চাই।”

এনসিপির কৃষিবিদ উইংয়ের যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, “শেকৃবিতে আজও ফ্যাসিবাদী শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক বিচার হয়নি। ফলে বিজয় এখনও সম্পূর্ণ হয়নি।”

এর আগে, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিচতলায় “জুলাই কর্নার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। পরে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।

“জুলাই গণঅভ্যুত্থান ’২৪ ও আগামীর বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ৭৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, দ্বিতীয় স্থান মো. লোকমান হাকিম (৭৮ ব্যাচ) এবং তৃতীয় স্থান অর্জন করেন ৮৩ ব্যাচের জারিন তাসনিম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, গবেষণা কেন্দ্র পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, পরিবহন পুল পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, টিএসসি পরিচালক অধ্যাপক মো. আখতার হোসেন, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, হলসমূহের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT