অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, তার বোলিং অ্যাকশন এখন বৈধ। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই এই অলরাউন্ডারের।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তিনি তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন। এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সকল কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেডে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেবে ইসিবি।’
গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলাকালীন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ইসিবি তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। প্রথমে লাফবোরো ও পরে চেন্নাইয়ে পরীক্ষা দিলেও সাফল্য পাননি সাকিব। তবে গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দেওয়া সর্বশেষ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন ও তাঁর বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দেন তিনি, যার প্রায় সবই বৈধ ছিল। দু-একটি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও তা গুরুতর নয় বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।
গত ২৭ ফেব্রুয়ারি বোলিং অ্যাকশন সংশোধনের লক্ষ্যে যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে অবস্থান করে সারের সঙ্গে অনুশীলন করেন তিনি। সারে তাকে বিশেষজ্ঞ কোচ, অনুশীলন উইকেট ও অন্যান্য সুযোগ-সুবিধা দিয়েছে।
বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি নিয়মিত ব্যাটিং অনুশীলনও চালিয়ে যান সাকিব। রোজা রেখেই প্রতিদিন চার ঘণ্টা করে অনুশীলন করেছেন তিনি। দুই সপ্তাহের নিবিড় প্রস্তুতির পর তৃতীয় দফায় পরীক্ষায় পাস করেন এই অলরাউন্ডার।
যদিও অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেও জাতীয় দলে তার ফেরার সময়সূচি এখনো নিশ্চিত নয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।