ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের আইনের আওতায় আনার দ্রুত পদক্ষেপের দাবিতে রবিবার (৭ আগস্ট) মানববন্ধন করেছে।
মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত হয়, আয়োজক ছিল ইবি মিল্লাতিয়ান সোসাইটি। শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ধরে রাখে, যেমন: “সাজিদ হত্যার বিচার চাই”, “সাজিদ হত্যার তদন্ত কতদূর?”, “প্রশাসন ঘুমাচ্ছে, এর পরের লাশ কি আমি হব?” ইত্যাদি।
বক্তারা বলেন, “২ মাস হয়ে গেছে। প্রশাসন সিআইডি বা পিবিআইকে তদন্তভার দিয়েছে বলে আশ্বস্ত করেছে। কিন্তু এখনও সিআইডি তদন্ত শুরু করেনি। খুনিদের সঙ্গে প্রশাসনের লিয়াজো কি হচ্ছে, তা আমাদের প্রশ্ন।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “খুনিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় এই ক্যাম্পাসকে অচল করা হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান বলেন, “আমরা এখনও দৃশ্যমান কোনো কাজ দেখছি না। ২ মাস পার হলেও তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়নি। যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করা হয়, ক্যাম্পাসকে অচল করা হবে। আমাদের পদযাত্রা চলবে যতদিন সাজিদ আব্দুল্লাহর মৃত্যু সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় না আসে।”
তিনি আরও বলেন, “সাজিদ হত্যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাওয়া মানুষদেরও খুঁজে বের করতে হবে। যারা প্রকৃত অপরাধীদের বের করতে ব্যর্থ, তারা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করতে এর দিকে আঙুল তুলছে।”