বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষা, অংশ নিলো হাজারো শিক্ষার্থী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ নিউইয়র্কের তরুণ মুসলিম মেয়র জোহরান মামদানি: এক বছরে অচেনা মুখ থেকে বৈশ্বিক প্রভাবের কেন্দ্রে

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষা, অংশ নিলো হাজারো শিক্ষার্থী

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক( সম্মান) ১ম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা।বিভাগীয় শহরে কেন্দ্র হিসেবে প্রথম বারের মতো এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৯ এপ্রিল) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) পাশাপাশি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল এ্যান্ড কলেজ উপকেন্দ্রে দুই শিফটে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরিক্ষা। সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ১ম শিফট এবং বেলা ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত ২য় শিফটে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরিক্ষায় মোট ৮ হাজার ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ২৬৩ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫০০ জন এবং দ্য মিলেনিয়াম স্টার স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৯৩ জন ভর্তিচ্ছু পরিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন,তিনটি কেন্দ্রেই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যেসকল প্রতিনিধি এসেছে তারা তিনটি কেন্দ্রেই পরিক্ষা পর্যবেক্ষণ করছে। বিভাগীয় শহরের কেন্দ্র হিসেবে বেরোবি’কে বেছে নেওয়ায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও উল্লেখ করেন, ৯৫ শতাংশ ভর্তিচ্ছু পরিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করেছে, যা আশাব্যঞ্জক।

ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। এ ভর্তি পরিক্ষা শুধু রাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে যাতায়াতসহ নানা ভোগান্তির শিকার হতে হতো। বিভাগীয় শহরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমাদের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকেরা জানান,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সময়োপযোগী এবং কার্যকরী ।এতে আমাদের সন্তানেরা সুন্দর ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারছে । আমরা আশাবাদী রাবি প্রশাসন আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং আগামী ২৬ এপ্রিল (শনিবার) সি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT