সৌদি আরবেই ক্যারিয়ার শেষের সিদ্ধান্ত রোনালদোর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

সৌদি আরবেই ক্যারিয়ার শেষের সিদ্ধান্ত রোনালদোর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে

সৌদি আরবেই জীবনের বাকিটা কাটাতে চান রোনালদো, আল নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তি

বিশ্ব ফুটবলে যার নামেই ঝড় ওঠে, সেই পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ পর্যন্ত সৌদি আরবকেই নিজের নতুন স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নিলেন। ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাবগুলোর প্রস্তাব উপেক্ষা করে পুরোনো ক্লাব আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করলেন তিনি।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। শুরুতেই ক্লাবটিকে চ্যাম্পিয়ন করার প্রতিশ্রুতি দিলেও এখনো কাঙ্ক্ষিত লিগ শিরোপা জেতাতে পারেননি। তবে গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন।

আল-নাসরের হয়ে আড়াই বছরের মধ্যে সব ধরনের প্রতিযোগিতায় ১০৫ ম্যাচ খেলে করেছেন ৯৩টি গোল। অনেক ম্যাচেই দলকে একা হাতে জয় এনে দিয়েছেন। যদিও লিগ ট্রফি অধরাই রয়ে গেছে। এই আক্ষেপ মেটানোর লক্ষ্যে নতুন চুক্তি করেছেন বলে জানালেন এই পর্তুগিজ গ্রেট।

আল-নাসরের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এখন আমরা এখানেই খুব সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। আমার পরিবারও এখানকার পরিবেশে খুশি। তাই আমরা সৌদি আরবেই জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

৪২ বছর বয়স পর্যন্ত প্রো লিগ মাতানোর চুক্তি করলেও ইচ্ছে আছে আরও দীর্ঘ সময় সৌদিতেই থেকে যাওয়ার। তার ভাষায়, ‘আমি আর আমার পরিবার শান্তিপূর্ণ পরিবেশ খুঁজছিলাম। সৌদি আরব সেই শান্তির দেশ।’

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে রোনালদো বছরে আয় করবেন ১৮৮ মিলিয়ন ইউরো। যা দৈনিক হিসাবে প্রায় ১৩ কোটি টাকার বেশি। বিশ্বের ফুটবল ইতিহাসে এটিই অন্যতম বড় ব্যক্তিগত চুক্তি।

বিশ্বের অন্য বড় চুক্তিগুলোর তালিকায়ও এটি শীর্ষের কাছাকাছি। আগে থেকেই রোনালদো সৌদি লিগের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়। নতুন চুক্তিতে সেই অঙ্ক আরও বেড়ে গেল।

রোনালদো জানান, কিছু ক্লাব ক্লাব বিশ্বকাপ খেলার প্রস্তাব দিলেও তিনি সাড়া দেননি। কারণ, সামনে লম্বা মৌসুম, কঠিন প্রতিযোগিতা আর ২০২৬ ফিফা বিশ্বকাপ। নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখতে কঠোর অনুশীলনে মনোযোগী হতে চান। তিনি বলেন, ‘বিশ্রাম দরকার। কঠিন অনুশীলন করতে হবে। এই মৌসুম শেষেই বিশ্বকাপ আছে। তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই। শুধু আল-নাসর নয়, জাতীয় দলেও বড় ভূমিকা রাখতে চাই।’

২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে রোনালদো জানালেন, বয়স যাই হোক, নিজের স্বপ্ন ছাড়তে রাজি নন। চল্লিশ পার করা ফুটবলারদের মধ্যে এমন ইচ্ছা বিরল হলেও রোনালদো বরাবরই ব্যতিক্রম।

রোনালদোর আগমনের পর সৌদি প্রো লিগের দর্শকসংখ্যা, টিভি সম্প্রচার চুক্তি, স্পন্সর মূল্য বেড়েছে কয়েকগুণ। স্টেডিয়ামে গড় দর্শকসংখ্যা রেকর্ড ছুঁয়েছে। ক্লাব-পর্যায়ে তার মতো তারকা যোগ দেওয়ায় দেশটির ফুটবলশিল্পও বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে।

ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসেও রোনালদো গোল, চ্যালেঞ্জ আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। সৌদি আরবে আল নাসরের হয়ে লিগ শিরোপা জেতা, জাতীয় দলে খেলে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া এবং জীবনের বাকিটা আরব দেশটিতেই কাটানোর পরিকল্পনা নিয়ে ইতিহাস গড়তে প্রস্তুত সিআর সেভেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT