জুয়েল রানা জানান, নওগাঁ মসজিদ মার্কেটে তাঁর মালিকানাধীন তিনটি কাপড়ের পাইকারি দোকান রয়েছে। এসব দোকান থেকে আত্রাই উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা নিয়মিত মালামাল বাঁকিতে নেন। প্রতিবারের মতো শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে বকেয়া টাকা আদায় করে নওগাঁ ফিরছিলেন।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টার দিকে একটি রিজার্ভ সিএনজিযোগে ফেরার পথে ঘোষগ্রাম বেতগাড়ী এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে মুখোশ পরা ছয়জন ছিনতাইকারী সিএনজির গতি রোধ করে। এরপর তারা চাকু দেখিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জুয়েল রানা রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো.রায়হান জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।