জাবিতে বোরকা নিয়ে কটুক্তির অভিযোগ বামপন্থী নেত্রীর বিরুদ্ধে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তাবলিগ জামাত করোনা ছড়ায়নি — রায় দিল আদালত ড. মুহাম্মদ ইউনূস সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন করলেন বাংলাদেশে তদন্ত, লন্ডনে সম্পদ লেনদেন: হাসিনার ঘনিষ্ঠরা রাডারের নিচে! নজরুল বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে দুদিনব্যাপী গবেষণা সেমিনার  শেকৃবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’২৪ বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণা বিইউপি শিক্ষার্থী কবেরি হালদার কঙ্কার আন্তর্জাতিক সাফল্য ভক্সের অভিবাসী বিতাড়নের ঘোষণার প্রতিবাদে মাদ্রিদে শান্তিপূর্ণ প্রতিবাদ সাজিদ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবিতে বিক্ষোভ জাবি ছাত্রদলের আয়োজনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা জাবিতে বোরকা নিয়ে কটুক্তির অভিযোগ বামপন্থী নেত্রীর বিরুদ্ধে

জাবিতে বোরকা নিয়ে কটুক্তির অভিযোগ বামপন্থী নেত্রীর বিরুদ্ধে

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে
বোরখা নিয়ে কটুক্তি করা সেই পোস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বোরকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে এক বামপন্থী ছাত্রনেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন সোমা ডুমরি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক।
ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার (১৮ জুলাই) রাতে। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সোমা লেখেন, “কারো কাছে বোরখা থাকলে ধার দেন, জান্নাতের টিকিটটা কনফার্ম করা দরকার।”
পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একাধিকজন বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচনা করে ক্ষোভ প্রকাশ করেন।
পরে এক ব্যাখ্যামূলক পোস্টে অভিযুক্ত শিক্ষার্থী লেখেন, “রাতে একখান উগ্র ধর্মীয় মৌলবাদি গোষ্ঠীর সমাবেশের প্রেক্ষাপটে পোস্ট করেছিলাম। সকালে দেখি অনেকে মব তৈরি করতে বসেছে। বোরখা ধার চেয়ে নাকি ধর্ম অবমাননা করে ফেলেছি।”
তিনি আরও বলেন, “পোস্ট ডিলিট দিয়েছি, ভাববেন না ভয় পেয়েছি। শুধু এত কমেন্টের রিপ্লাই দেওয়ার শক্তি নেই।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার মেঘলা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, “সোমা ডুমরি গতকাল ধর্মীয় পোশাক নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। পরে পোস্টটি ডিলিট করে নতুন একটি পোস্টে অশালীন ভাষা ব্যবহার করে। তার বক্তব্য ধর্মের প্রতি অবমাননাকর এবং উগ্র চিন্তাধারার পরিচায়ক। বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সহনশীল পরিবেশ রক্ষায় প্রশাসনের উচিত তাকে জবাবদিহিতার আওতায় আনা।”
অভিযুক্ত সোমা ডুমরি বলেন, “আমি জামায়াতের একটি সমাবেশকে কেন্দ্র করে কটাক্ষ করেই পোস্টটি করেছিলাম। সেখানে বলা হয়েছিল, সমাবেশে গেলে জান্নাতের চাবি পাওয়া যাবে। আমি সেই প্রেক্ষাপটেই বলেছিলাম বোরখা ধার দেওয়ার কথা। ধর্মীয় উদ্দেশ্যে কিছু বলিনি। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। মৌখিকভাবে অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে এ ধরনের বিষয়ে নির্দিষ্ট কিছু না থাকলেও অভিযোগ পেলে যথাযথ প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনা করা হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT