রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম আদিত্য শীল (১৫)। তিনি ওই গ্রামের বিবেক শীলের ছেলে। ঘটনাটি ঘটে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলা হঠাৎ সাপ কামড়ালে তাকে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন আদিত্য। স্থানীয়দের দাবি, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে বর্ষার সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামে সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপের কামড়ের সঙ্গে সঙ্গে স্থানীয় ঝাড়ফুঁক নয়, দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। এতে অনেক প্রাণ রক্ষা সম্ভব।