ফেসবুক প্রেম থেকে বিয়ে, তারপর উন্মোচিত চাঞ্চল্য— 'নববধূ' আসলে পুরুষ! - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

ফেসবুক প্রেম থেকে বিয়ে, তারপর উন্মোচিত চাঞ্চল্য— ‘নববধূ’ আসলে পুরুষ!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঘটে গেছে এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা। ফেসবুকে প্রেম থেকে বিয়ে, এরপর দেড় মাস সংসার করার পর জানা গেল যে নববধূ আসলে একজন পুরুষ। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ পেয়ে গোটা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত জানালেন, ফেসবুকে ‘সামিয়া’ নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘ সময়ের কথোপকথনের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সামিয়া হঠাৎ করেই শান্তের বাড়িতে চলে আসে। পরিবারের সম্মতি নিয়ে এবং স্থানীয়দের উপস্থিতিতে, মৌলভির তত্ত্বাবধানে গত ৭ জুন শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে ‘নববধূ’ হিসেবে শান্তের পরিবারের সবার সঙ্গে বসবাস করছিলেন সামিয়া।

কিন্তু দেড় মাস পার হলেও কেউ বুঝতে পারেননি যে সামিয়া আসলে একজন পুরুষ। স্থানীয়রা জানায়, তার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে ফেসবুকে নারীর ছদ্মবেশে ‘সামিয়া’ নামে পরিচিতি গড়ে তোলেন তিনি। মেয়েদের মতো সাজগোজ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।

শান্ত জানান, বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ বেশ রহস্যজনক ছিল। দাম্পত্য জীবনে মিলনের ব্যাপারে সামিয়া বারবার গোপনীয়তা বজায় রাখতেন। কেউ কাছে গেলে বলতেন, ‘আমি অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে।’ এই অস্বাভাবিক আচরণ দেখে ধীরে ধীরে শান্ত এবং তার পরিবার সন্দেহ পোষণ করে। অবশেষে শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে যায়। শনিবার (২৬ জুলাই) সকালে শান্তের পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

দেড় মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ!

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, ‘একজন পুরুষ আমাদের ঘরে বউ সেজে ছিল, অথচ আমরা বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করেছিল।’

অপর দিকে, শাহিনুর রহমান ওরফে সামিয়া সাংবাদিকদের জানান, ‘আমি আমার করা অন্যায় স্বীকার করি। আমার হরমোনজনিত সমস্যা রয়েছে। ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবি। মেয়েদের মতো সাজতে ভালো লাগে। এজন্য এই জীবন বেছে নিয়েছি।’

স্থানীয় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানান, ‘আমি বিষয়টি একটি পরিষদ সদস্য থেকে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ সরাসরি আমার কাছে অভিযোগ করেনি।’

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT