রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় রেলপথ অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘ নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনার মান ও নানা দুর্দশার কথা তুলে ধরে দ্রুত দাবির বাস্তবায়নের দাবি জানান। তারা আরও বলেন, দাবি না মানলে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অবরোধের কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধুমকেতু’ ট্রেন জামতলী স্টেশনে আটকে পড়েছে। অপরদিকে রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি’ ট্রেন মোহনপুর স্টেশনে আটকা রয়েছে।
উল্লেখ্য, রবিবার (১১ আগস্ট) শিক্ষার্থীরা হাটিকুমরুল মহাসড়ক অবরোধের মাধ্যমে একই দাবিতে বিক্ষোভ করেন। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ নিয়ে দীর্ঘ দিনের অনিশ্চয়তা ও অবহেলার প্রতিবাদে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
এই অবস্থায় সাধারণ যাত্রী ও ব্যবসায়ী সংকটে পড়েছে। বিক্ষোভের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সেশনও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছেন।
সরকারি পর্যায় থেকে এখনো কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলে আন্দোলন আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন।