ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনে শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় ব্রিটিশ পুলিশ প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। গত মাসে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ‘ফিলিস্তিন অ্যাকশন’ (Palestine Action) নামক একটি গ্রুপের সমর্থনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা বহন করে এবং প্ল্যাকার্ডে “আমি গণহত্যা বিরোধী, আমি ফিলিস্তিন অ্যাকশনের সমর্থক” ইত্যাদি স্লোগান লেখা ছিল। ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ (Defend Our Juries) গ্রুপ কর্তৃক আয়োজিত এই বিক্ষোভের আগে ৫০০ জনেরও বেশি মানুষ সমাবেশে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল।
Demonstrators in London opposing Israel's genocide in Gaza say they share the same sense of horror, accusing Israel of ethnic cleansing since 1948 pic.twitter.com/ZIFCM30c6c
— TRT World Now (@TRTWorldNow) August 9, 2025
বিক্ষোভ চলাকালীন সময়ে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল এবং বিক্ষোভকারীদের অনেককেই গ্রেপ্তার করা হয়। পুলিশ আগেই সতর্ক করে দিয়েছিল যে, শনিবার ‘ফিলিস্তিন অ্যাকশন’-এর বিক্ষোভে যারা অংশ নেবে, তাদের গ্রেপ্তার করা হবে।
অনেক আন্তর্জাতিক সংস্থা এবং শান্তি কর্মী এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার না করার জন্য লন্ডন পুলিশকে সতর্ক করেছিল। গত জুনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের অধীনে ‘ফিলিস্তিন অ্যাকশন’ নিষিদ্ধ ঘোষণা করেন। এই পদক্ষেপ নেওয়া হয়েছিল কারণ এই গ্রুপের কর্মীরা রয়্যাল এয়ার ফোর্স বেসে প্লেনে স্প্রে-পেইন্ট করেছিল, যা সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তদন্ত করা হচ্ছে।