আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের আগে প্রায় ৯ হাজার ইসরায়েলি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে একটি পিটিশনে সই করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইহুদি-আরবদের সমন্বয়ে গঠিত ইসরায়েলি সংগঠন ‘জাজিম – কমিউনিটি অ্যাকশন’ এ উদ্যোগ নেয়।
‘যুদ্ধকে না – স্বীকৃতিকে হ্যাঁ’ শিরোনামের আবেদনটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৮ হাজার ৮৬৬ জন ইসরায়েলি সই করেছেন। আয়োজকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ হাজার স্বাক্ষর উপস্থাপনের লক্ষ্যে কাজ চলছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, “আমরা ইসরায়েলের নাগরিক, যারা গাজায় চলমান যুদ্ধের বিরোধী এবং শান্তিতে বিশ্বাসী। আমরা জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই।”
এতে আরও বলা হয়, স্বীকৃতিই একটি বাস্তবসম্মত সমাধান। এখন বেছে নিতে হবে—বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে দাঁড়ানো নাকি নেতানিয়াহু ও স্মোট্রিচের মতো নেতাদের পাশে থাকা, যারা এই স্বীকৃতির বিরোধিতা করে।
সংগঠনটির মতে, ইসরায়েলি সমাজের একটি বড় অংশ বিশ্বাস করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইসরায়েলের স্বার্থেও কার্যকর হবে। এছাড়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র যারা এখনো স্বীকৃতি দেয়নি, তাদের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করাই মূল লক্ষ্য।
আসন্ন নিউইয়র্ক সম্মেলনে ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগকে কাজে লাগিয়ে দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকদের সহ-প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রালুকা গানেয়া।
তিনি টাইমস অব ইসরায়েলকে বলেন, “দুই জনগণের জন্য দুটি রাষ্ট্রের রাজনৈতিক সমাধানই একমাত্র বিকল্প, যেখানে উভয়ের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত থাকবে।”