বাংলাদেশে সমকামিতার বিপক্ষে দৃঢ় অবস্থান নেওয়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাব উৎস সাম্প্রতিক সময়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনার প্রতিবাদে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ (২১ আগস্ট) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-এর শিক্ষার্থীরা রাজধানীর NSU-8 এর সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া যেমন নিন্দনীয় ও জঘন্য কাজ, তেমনি এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এ সময় তারা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এছাড়াও ড. সরোয়ার ও আসিফ মাহতাবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতাকে যারা সমর্থন করেছে তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।