কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে রবিবার (৭ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে।
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে, আয়োজক ছিল ইবির ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি। শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের আহমেদ, আল আমিন নোমান, সাধারণ সম্পাদক এস এম শামীম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহসহ অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “বর্তমান ইন্টেরিম সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ, ছাত্রসমাজ, শ্রমিক ও সাংবাদিকরা ভয়ভীতিতে আছে। যারা ইসলামের বা ইসলামি রাজনীতির কথা বলছে, তাদের জীবন হুমকির মুখে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক।”
সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, “নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইন্টেরিম সরকারের এ ঘটনার প্রতি কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। যদি সুষ্ঠু বিচার না হয়, দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নিজ বাড়িতে দুর্বৃত্তদের দ্বারা আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করা হয়। নোমানী ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় দেশে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।