খাগড়াছড়িতে এনসিপি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

খাগড়াছড়িতে এনসিপি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক এবং জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনসিপির প্রস্তাবিত জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।

সংবাদ সম্মেলনে রাসেল দাবি করেন, গুইমারা বাজারের ইজারার শেয়ারের মাধ্যমে সম্প্রতি ৯ লাখ ২৫ হাজার টাকা লাভ হয়। পুরো প্রক্রিয়ায় মনজিলা সুলতানা জড়িত ছিলেন। কিন্তু লাভের টাকা থেকে তাকে মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা নেত্রী নিজেই রেখে দিয়েছেন।

তিনি আরও বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে মনজিলা সুলতানা নিজের নামে একাধিক প্রকল্প নিয়েছেন এবং সেগুলোর বরাদ্দ নিজের স্বার্থে ব্যবহার করেছেন। দলীয় স্বার্থের বদলে তিনি ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন রাসেল।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে রাসেল বলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনজিলা সুলতানা ঝুমা অভিযোগ অস্বীকার করে বলেন, “রাসেল আমাদের দলে একজন সাধারণ কর্মী মাত্র। তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। এসব ভিত্তিহীন অভিযোগ ২১ জুলাইয়ের কর্মসূচি বানচাল করতে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে করা হচ্ছে। এসবের কোনো আইনগত ভিত্তি নেই।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT