নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারে ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ নিউইয়র্কের তরুণ মুসলিম মেয়র জোহরান মামদানি: এক বছরে অচেনা মুখ থেকে বৈশ্বিক প্রভাবের কেন্দ্রে

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনারে ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৪ বার দেখা হয়েছে

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনারের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল।

অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তা সেমিনারে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। তিনি বলেন, “উপস্থাপিত গবেষণা প্রকল্পগুলো সময়োপযোগী ও প্রাসঙ্গিক। সম্পদ ব্যক্তিদের পরামর্শ অনুসরণ করে এই গবেষণাগুলো উন্নতমানের জার্নালে প্রকাশ সম্ভব হবে।”

এই সেমিনারে মোট ২৪টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৮টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯টি এবং পরিসংখ্যান বিভাগের ২টি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

  • কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

  • ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার

  • সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন

  • চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)

  • রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান

  • গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান

স্বাগত বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুন নাহার।

সম্পদ ব্যক্তি (রিসোর্স পার্সন) হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন—

  • প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • প্রফেসর ড. মো. আব্দুল বাতেন, পরিচালক, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

  • প্রফেসর ড. মো. আরশাদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

সেমিনারে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, “এমন উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও কার্যকর ও গুণগতমানসম্পন্ন হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT