০৬ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র অস্ত্র দেবে, তবে সেই খরচ ইউরোপীয় মিত্রদের বহন করতে হবে। যদিও কীভাবে এই অর্থায়ন হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।
এদিকে এক বিবৃতিতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে ও স্যান্ডভিক বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে ইউক্রেন দ্রুত প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম পাবে। একই সঙ্গে ন্যাটোর সহায়তা জোরদার হবে এবং ইউক্রেনের শর্ত অনুযায়ী টেকসই শান্তির পথ সুগম হবে।’
ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন জানান, দ্রুতই এই তহবিল ছাড় করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে ডেনমার্ক আরও অর্থ সহায়তা দিতে পারে।
তিন দেশের এ সহায়তা প্যাকেজের মধ্যে ডেনমার্ক দেবে ৯০ মিলিয়ন ডলার, নরওয়ে ১৪৬ মিলিয়ন ডলার এবং সর্বোচ্চ ২৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে সুইডেন।
ন্যাটো জানিয়েছে, ইউক্রেনের জরুরি প্রয়োজন বিবেচনায় ‘অগ্রাধিকারপ্রাপ্ত প্রয়োজনীয়তা তালিকা (PURL)’ অনুযায়ী সমন্বয়ের কাজ করবে জোটটি। এ প্রকল্পে মূলত ইউরোপীয় সদস্য রাষ্ট্র ও কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুট ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কেনার তহবিলে অবদান রাখায় সুইডেন, নরওয়ে ও ডেনমার্ককে ধন্যবাদ জানিয়েছেন।