পিআর সহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

পিআর সহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের মডেল মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ. স. ম. সায়েম। বক্তব্য রাখেন নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম।

প্রধান অতিথি তার বক্তব্যে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্টদের বিচারের দৃশ্যমানতা ও ১৪দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন। অন্য বক্তারা ৫দফা দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং দাবিগুলো বাস্তবায়নের পর নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান।

নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আ. স. ম. সায়েম বলেন, “গত ৫৪ বছরে অনেক দল দেখেছি, কিন্তু দেশের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সংবিধান ও গঠনতন্ত্রে কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা সংবিধানের পরিবর্তন চাই। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT