বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো. মাহবুবুল আলম, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের প্রার্থী ও পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী নাজমুল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবির সভাপতি মাওলানা মারুফ আহমেদ প্রমুখ।
সমাবেশে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।