গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে ডাকা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে নওগাঁতেও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী নওগাঁ শহরের কাজীর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন এনসিপি নেতা সোহাগ হাসান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা তানজিম বিন বারী, আরমান হোসেন, সাদমান সাকিব, ফজলে রাব্বি, রাজনসহ স্থানীয় ছাত্রজনতা।
বিক্ষোভ চলাকালে তারা ‘কথায় কথায় বাংলা ছাড় — বাংলা কি তোর বাপ দাদার?’, ‘দিল্লি না ঢাকা — ঢাকা ঢাকা’, ‘আপোষ নয় সংগ্রাম’, ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘মুজিববাদের ঠাঁই এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ — এমন বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে এনসিপি নেতা সোহাগ হাসান বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে সারাদেশের মতো নওগাঁয়ও আমরা এই ব্লকেড কর্মসূচি পালন করেছি। হামলাকারীদের বিচার দ্রুত না হলে নওগাঁর ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে আমরা লং মার্চের দিকে অগ্রসর হবো।”
বৈষম্যবিরোধী ছাত্রনেতা তানজিম তৈয়ব বারী বলেন, “আমাদের কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত ব্লকেড কর্মসূচি চলবে।”
আন্দোলনকারী আরমান হোসেন বলেন, “বাঙালি জাতি কখনো ঘুমায় না। অস্তিত্ব রক্ষায় তারা বারবার রাজপথে নেমেছে। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের এ বাংলায় ঠাঁই হবে না। যতক্ষণ না তাদের উৎখাত করতে পারি, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।”
পরে কাজীর মোড় থেকে একটি প্রতিবাদ র্যালি বের করে তারা নওগাঁ সদর মডেল থানায় গিয়ে অবস্থান নেন।