নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সাধারণ সেবাগ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, প্রয়োজনীয় সেবা পেতে সময় লাগছে অস্বাভাবিক দীর্ঘ।
জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর তৎকালীন এসিল্যান্ড সিনথিয়া হোসেন বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। একইভাবে চলতি বছরের ১ জুন ইউএনও মো. কামাল হোসেন বদলি হলে ইউএনওর পদটিও শূন্য হয়ে যায়। ফলে নয় মাস ধরে এসিল্যান্ড এবং দুই মাস ধরে ইউএনওর পদ শূন্য পড়ে আছে।
বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান অতিরিক্তভাবে আত্রাইয়ের ইউএনও ও এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে দুই উপজেলার দায়িত্ব সামলাতে গিয়ে আত্রাইয়ের সেবা কার্যক্রমে স্বাভাবিক গতি আসছে না।
জমি খারিজ-নামজারি এবং অন্যান্য ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধানে সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে জমি ক্রয়-বিক্রয়কারীরা খারিজ না হওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন,
“দুই উপজেলার দায়িত্ব পালন সত্যিই চ্যালেঞ্জিং। তারপরও সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করছি। বেশ কয়েকজন এসিল্যান্ডের প্রশিক্ষণ চলছে। আশা করা যায় শিগগিরই আত্রাইয়ে এসিল্যান্ড নিয়োগ দেওয়া হবে।”
দীর্ঘদিন ইউএনও ও এসিল্যান্ডের পদ শূন্য থাকায় আত্রাইয়ের সাধারণ মানুষ দ্রুত সমস্যার সমাধান এবং পূর্ণকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়োগের অপেক্ষায় রয়েছেন।