মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা

মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে গত সোমবার  (১০ নভেম্বর) দুপুর ২টায়  মুন্সীবাজার দারুল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা নেন, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

তরুণ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচালিত এ সেবামূলক ক্যাম্পে অংশ নিতে দুপুর থেকেই মানুষের ভিড় তৈরি হয়। আয়োজনকে কেন্দ্র করে তরুণদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীবাজার দারুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন লিপন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলামের বড় ছেলে রুমেল আহমেদ তরফদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মোস্তাক আহমেদ, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাওলানা মাসহুদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে উদ্বোধনী পর্বটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের বক্তব্যে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবেই এমন সেবামূলক কর্মসূচি আয়োজন করা হবে। তরুণদের এই উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।

অতিথিবৃন্দ এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের দীর্ঘমেয়াদি সাফল্য কামনা করেন। নির্ধারিত সময় পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয় দিনব্যাপী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT