বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শুক্রবার সম্ভাব্য মোদি-ইউনূস বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি ভিপি নূরের ওপর হামলা সেনা নেতৃত্বে: পিনাকী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের জাতিসংঘে যোগ দেওয়ার পথ বন্ধ নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের মানববন্ধন কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সতে ৩২ বস্তা টাকা ও শেখ হাসিনাকে নিয়ে লেখা সহ নানান চিরকুট ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় চার দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শুক্রবার সম্ভাব্য মোদি-ইউনূস বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুই দিনের সফরে ব্যাংকক যাচ্ছেন। এ সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের পাশাপাশি ড. ইউনূস বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন এবং বিভিন্ন গণমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন। এছাড়া, থাইল্যান্ডের সঙ্গে দুটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় তিনি উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা ত্যাগ করবেন এবং শুক্রবার রাত ৮টায় দেশে ফিরবেন। এ সফরে তার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন থাকবেন।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বাংলাদেশ সরকারিভাবে অনুরোধ করেছে। প্রথমদিকে ভারত এ বিষয়ে অনাগ্রহ দেখালেও পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন হয়েছে।

বৈঠকটি হলে এটি হবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূস ও মোদির মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এর আগে তারা টেলিফোনে কথা বলেছেন।

প্রসঙ্গত, বুধবার থেকে ব্যাংককে শুরু হওয়া বিমসটেক শীর্ষ সম্মেলন ৪ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে ‘বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০’ কৌশলপত্র গৃহীত হওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT