নোটিশ:
শিরোনামঃ
ইউরোপে নজিরবিহীন বিদ্যুৎ বিপর্যয় সরাসরি ট্রেন চালুর দাবিতে সড়ক অবরোধ: লালমনিরহাটে আন্দোলন তীব্র উপদেষ্টাদের এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে মাঠে নেমেছে দুদক ইরানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪০, আহত ১২০০, নেপথ্যে ইসরায়েল জাবিতে হামলার ঘটনায় ২৫৯ ছাত্রলীগ কর্মী বহিষ্কার, ৯ শিক্ষক বরখাস্ত আন্ডারওয়ার্ল্ডের নতুন কৌশল: ‘মব’ সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য আল-জাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস জানালেন, বাংলাদেশে ‘দ্বিতীয় ’স্বাধীনতার পর দেশ গঠনের দায়িত্বে আছেন আল-জাজিরায় ড. ইউনূস: শেখ হাসিনাকে থামাতে পারবেন না মোদি মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত ফ্রান্সে মসজিদে হামলা, নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আহত ১২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, আহত ১২ পুলিশ সদস্য

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। অভিযুক্ত যুবকের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তকে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় খিলক্ষেত থানার পরিদর্শকসহ অন্তত ১২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে মধ্যপাড়া ও খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন।

ধর্ষণের অভিযোগে গণপিটুনি
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানিয়েছেন, রাত ১০টার দিকে মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করে।

তবে খিলক্ষেত বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে ভাঙচুর চালায় এবং পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে অভিযুক্ত যুবককে গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে।

আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক
ওসি আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ ১২-১৩ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, বিক্ষুব্ধ জনতা পুলিশের সাত-আটজন সদস্যকে আটক করে রাখে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত নয়।

ঘটনার পর পুরো খিলক্ষেত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় এলাকাবাসীর উত্তেজনা কমাতে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT