আওয়ামী লীগের অনুগত হিসেবে পরিচিত মেজর সাদেকুল হক সাদেক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে দলীয় ক্যাডারদের সংগঠিত ও নাশকতার প্রশিক্ষণের অভিযোগে পুলিশের তদন্ত চলছে। সাদেক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে গোয়েন্দা সংস্থার তথ্য। তারা সিগন্যাল অ্যাপ ব্যবহার করে ‘ওডিবি’ নামে গোপন গ্রুপ চালাতেন, যাতে প্রায় ২ হাজার সদস্য ছিল। গ্রুপের সদস্যদের একটি করে ইউনিক কোড দেওয়া হতো।
তদন্তে উঠে এসেছে, কুমিল্লার সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর হারুনের মেয়েকে বিয়ে করে সাদেক আওয়ামী ঘনিষ্ঠতার সুযোগ নেন। শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কও গড়ে তোলেন। তাদের সংগঠিত কার্যক্রমের অংশ হিসেবে বসুন্ধরার কনভেনশন সেন্টারে প্রায় ৪৫০ কর্মীকে নাশকতার প্রশিক্ষণ দেওয়া হয়।
এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। পুলিশ চাইছে সাদেক ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে, যদিও সেনা হেফাজতে থাকা সাদেককে এখনও হস্তান্তর করা হয়নি। সূত্র বলছে, রাজধানীর বিভিন্ন স্থানে আরও চারটি প্রশিক্ষণ ও বৈঠক হয়েছে, যার পেছনেও এ দম্পতির ভূমিকা ছিল।