মদন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি পাভেল, সম্পাদক নিউটন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

মদন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি পাভেল, সম্পাদক নিউটন

রাফাসান আলম, প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় নেত্রকোনার মদন উপজেলার সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ মাহমুদুর রহমান মির্জা পাভেলকে সভাপতি ও হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শামসুদ্দীন ও সাধারণ সম্পাদক ছাবেরা বেগম
যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ, সহ-সভাপতি সালমা সুলতানা ও ওবায়দুল হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেসা খানম, নির্বাহী সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ লালন, নির্বাহী সম্পাদক তামান্না জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, মো. সোহাগ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম ও এনামুল হক ভূঁইয়া।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক সোহেল মিয়া ও নুসরাত জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম, অর্থ সম্পাদক মো. রুহুল আমিন ঠাকুর, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক উলি আবেদীন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোশারফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম দিনু, আইন বিষয়ক সম্পাদক মহিবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আরও অনেকেই সদস্য পদে নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ বিষয়ে নতুন কমিটির সাধারণ সম্পাদক হাসানুল মান্না নিউটন বলেন, সকলের পরামর্শক্রমে আমাদের নতুন কমিটি দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে। সকলের সহযোগিতায় শিক্ষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা সোচ্চার ভুমিকা পালন করবো এবং সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা কামনা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT