বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে তরুণ প্রজন্মের জেন জি বিক্ষোভের চাপের মুখে মাদাগাস্কারের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনা। সোমবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি প্রধানমন্ত্রী ও পুরো মন্ত্রিসভাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সাময়িকভাবে বর্তমান মন্ত্রীরা দায়িত্ব পালন করবেন, তবে তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী আন্টানানারিভোসহ দেশজুড়ে তরুণরা রাস্তায় নেমে টানা বিক্ষোভ করে আসছিল। তারা স্লোগান তুলেছিল—“জল ও বিদ্যুৎ মৌলিক অধিকার।” এসব আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। যদিও মাদাগাস্কার সরকার এ সংখ্যাকে অস্বীকার করেছে।
প্রতিবাদ নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী রাবার বুলেট, টিয়ার গ্যাস ও কারফিউ জারি করলেও তরুণদের বিক্ষোভ থামেনি। ক্রমে তা রাজনৈতিক রূপ নেয় এবং সরকারের পদত্যাগের দাবি ওঠে। চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত সরকার ভাঙার ঘোষণা দেন প্রেসিডেন্ট রাজোলিনা।
তিনি ভাষণে বলেন, “জনগণের অনেক দাবি শোনা হয়নি, এজন্য আমি ক্ষমা চাইছি। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তাদেরও দায় নিতে হবে।” তার এ ঘোষণা দেশজুড়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে।
আন্দোলনকে কেন্দ্র করে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং সংলাপের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মাদাগাস্কারের এ ঘটনা প্রমাণ করেছে যে জেন জি প্রজন্ম শুধু সামাজিক মাধ্যমেই নয়, সরাসরি রাজনীতিতেও শক্তিশালী ভূমিকা রাখছে।