লালমনিরহাট শহরের বিডিআর সড়কে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল স্বাধীনতা দিবসে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র-জনতার দাবির মুখে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।
তবে, স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, স্বাধীনতা দিবসের আগে এ ধরনের কোনো দাবির সমর্থনে বিক্ষোভ বা মিছিল দেখা যায়নি। এছাড়া, সংশ্লিষ্ট ম্যুরালে কোনো সংস্কার কাজও চলছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফলে, হঠাৎ করে মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে দেওয়া এর কারণ সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি।
উল্লেখ্য, ওই দীর্ঘ ম্যুরালে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, মুজিবনগর সরকার গঠন, চরমপত্র পাঠ, ১৯৭১-এর গণহত্যা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী, বিজয়ের উল্লাস, সাত বীরশ্রেষ্ঠ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা ধরনের প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এমন একটি পদক্ষেপ জনগণের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের পরিপন্থী। বেশিরভাগ জনগণ, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিকরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ ইতিহাস মুছে ফেলার চেষ্টা হতে পারে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজন এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে, জেলা প্রশাসন দাবি করেছে, এটি সাময়িক ব্যবস্থা এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে, স্থানীয় জনগণের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।