কুড়িগ্রাম সরকারি কলেজের প্রায় ১৫০ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা দিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আজ সকালে কলেজের দর্শন বিভাগের হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে শিক্ষার্থীদের তথ্য পাওয়ার প্রক্রিয়া, অভিযোগ দায়েরের নিয়মাবলি এবং আইনটির গুরুত্ব নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আতাউল হক খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি ফজলে-এলাহী স্বপন। উপস্থিত ছিলেন দর্শন বিভাগের প্রধান চিন্ময় রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. অনিসুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রধানসহ সনাক ও ইয়েস সদস্যরা।
বক্তব্যে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর একটি হাতিয়ার। শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগকে তিনি প্রশংসা করেন এবং ভবিষ্যতে কলেজে এ ধরনের আরও আয়োজনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অফিসে এ আইন প্রয়োগ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দেন।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবায়ের জিম। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ দুর্নীতি প্রতিরোধে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।